চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে জাহেদ আলী (৩৮) নামের এক রিকশাচালক দগ্ধ হয়ে মারা গেছেন। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, সকাল ১০টার দিকে নগরীর বায়োজিদ থানার অক্সিজেন মোড়ে আচমকা বৈদ্যুতিক তার ছিঁড়ে সড়কে পড়ে। তারটি সরাসরি জাহেদের গায়ে পড়ে আগুন ধরে যায়। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যান।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুরতর দগ্ধ অবস্থায় জাহেদকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। তিনি অক্সিজেন মোড় সংলগ্ন ট্যানারি বটতল এলাকায় থাকতেন।
এদিকে বিদ্যুতের তারটি ঠিক কী কারণে ছিঁড়ে গেলো সে বিষয়ে বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিছুই জানাতে পারেননি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ষোলশহর সাব-স্টেশনে কর্মরত এক কর্মচারি বলেন, দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব চট্টগ্রাম নগরীতে খুব একটা পড়েনি। তেমন বাতাসও হয়নি। তাই ঘূর্ণিঝড়ের কারণে তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে অনেক সময় তারের বয়স বেশি হলে ছিঁড়ে যায়। এছাড়া তার সংযোগের সময় প্রয়োজনের অধিক শক্ত করে বাঁধলে, কিংবা অযাচিত কোনো বস্তু তারের ওপর পড়লেও তার ছিঁড়ে যেতে পারে। তবে এই তারটি ছিঁড়ে যাওয়ার কোনো আলামত আগে থেকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম