চট্টগ্রাম নগর ও উপজেলায় রেল পরিবহন ব্যবস্থা বৃদ্ধির দাবি জানিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ‘বন্দরনগরী সচল রাখতে পরিবহনখাতে সুচিন্তিত বিনিয়োগ- রেল ব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক সংবাদ সম্মেলন এ দাবি করা হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান। সংগঠনের সভাপতি, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্থপতি প্রফেসর জেরিনা ইসলাম, প্রফেসর শফিক হায়দার চৌধুরী, প্রকৌশলী সুভাষ বড়ুয়া ও শাহরিয়ার খালেদ প্রমুখ।
শাহিনুল ইসলাম খান বলেন, চট্টগ্রাম-নাজিরহাট, চট্টগ্রাম-দোহাজারী এবং চট্টগ্রাম-সীতাকুণ্ড লাইনে নিয়মিত রেল চলাচল বৃদ্ধি এবং নগরে কমিউটার ট্রেন চালানো হলে চট্টগ্রাম নগর থেকে মানুষ দৈনিক যাতায়াত করে চলাচল করতে পারবে। এখন পরিবহন ব্যবস্থা ভাল না থাকায় মানুষ শহরে থেকে যাচ্ছে। ফলে শহরে মানুষের চাপ বাড়ছে।
তিনি বলেন, বন্দর নগরী চট্টগ্রামের সঙ্গে শহরতলীগুলোর যোগাযোগব্যবস্থা উন্নত করার প্রয়োজনীয়তা দিনদিন বাড়ছে। সড়ক যোগাযোগের চেয়ে এক্ষেত্রে রেলওয়ে যোগাযোগ আরও গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পরিবেশ রক্ষাসহ নগরীর কর্মক্ষমতা ও বাসযোগ্যতা বাড়বে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দূরত্বভেদে একটি রুটে একটি বা সর্বোচ্চ দুইটি ট্রেন চলাচল করবে। প্রতি ৩ থেকে ৫ কিলোমিটারের মধ্যে অবশ্যই একটি স্টেশন থাকবে। বিদ্যমান স্টেশনগুলি অবশ্যই স্থানান্তর করা হবে না। ট্রেনগুলো ঘণ্টায় আপাতত ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে চলবে। মধ্যবর্তী স্টেশন সমূহে ট্রেন ২৫ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত থামবে।
বিডি প্রতিদিন/এএম