চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি, ফ্লাইওভার ও আবাসিক এলাকায় দ্রুত আলোকায়নের ব্যবস্থা নিতে হবে—এটাই এখন সময়ের দাবি। সড়কে পর্যাপ্ত আলোর অভাবে যেমন চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। তাই নগরবাসীর জান-মাল রক্ষায় নগরজুড়ে আধুনিক ও টেকসই আলোকসজ্জা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চসিক বিদ্যুৎ উপ-বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, যেখানে পর্যাপ্ত আলো নেই, সেখানে অবিলম্বে এলইডি স্ট্রিটলাইট স্থাপন করতে হবে। ফ্লাইওভার, পার্ক, গুরুত্বপূর্ণ মোড় ও বাসাবাড়ির আশপাশে আলোকসজ্জার ঘাটতি থাকতে পারবে না। সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও জানান, জিইসি থেকে দুই নম্বর গেট পর্যন্ত এলাকায় মাদকসেবীদের দ্বারা বিদ্যুতের তার, স্ট্রিটলাইট, মিড আইল্যান্ডের ব্যারিকেড ও অন্যান্য ধাতব সরঞ্জাম চুরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সভায় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও বিদ্যুৎ উপ-বিভাগের কর্মকর্তারা নগরীর আলোকায়ন সমস্যাবলী ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল