চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিয়াজ উদ্দিন (২০) নামের এক যুবক। শুক্রবার (৮ আগস্ট) দিবারাত রাত আনুমানিক ১২টার পর থেকে রাতের মধ্যে এই ঘটনা ঘটে। নিহত রিয়াজ লোহাগাড়ার চুনতি মৌলানা পাড়ার স্থানীয় বাসিন্দা ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, নিহত রিয়াজ সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। কিছুদিন আগে সে তার সিএনজি অটোরিকশা বিক্রি করার পর সব টাকা খরচ করে ফেলে। এরপর সে পরিবারের কাছে আরেকটি সিএনজি অটোরিকশা কিনে দিতে বলেছিলো। তার মা আরো কিছুদিন পরে কিনে দিবে বলে জানায়। এরমধ্যে শুক্রবার গভীর রাতে অভিমান করে বাড়ির টিনের চালের বিমের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস দেয়। শনিবার ভোরে তার মা-বোন ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে।
বিডি প্রতিদিন/এএম