চট্টগ্রামে অভিযান চালিয়ে খুনের ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তি হলেন- আয়ুব আলী। শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আয়ুব আলী লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার এয়াকুব মিয়ার ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো আরিফ হোসেন বলেন, ২০০১ সালে জমি সংক্রান্ত বিরোধ দিয়ে খুন হন আমিরখান চৌধুরী পাড়ার এলাকার মাহমুদুল হক। এ মামলার সাক্ষী ছিলেন তার বড় ভাই জানে আলম। ২০০২ সালের মার্চে জানে আলমকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে মামলার আসামীরা। আয়ুব আলী ওই দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। ২০০৭ সালে জানে আলম হত্যা মামলায় পলাতক আয়ুব আলীসহ ১২ জনকে মৃত্যুদÐ এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। ২১ বছর পলাতক থাকার পর শুক্রবার রাতে হাটহাজারী থেকে গ্রেফতার করা হয়। তাকে লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএম