চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষক মানবিক ও নৈতিকতা সম্পন্ন মানুষ হলে শিক্ষার্থীও মানবিক হয়। তাই আদর্শিক ও নৈতিকতাবোধ সম্পন্ন জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অগ্রণী।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিযশেন (বিকেএ) এর নতুন কারিকুলামে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সনদ বিতরণ, বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট-সনদ-অর্থ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন এটিএম পেয়ারুল ইসলাম।
দুই পর্বে বিভক্ত আলোচনা সভা সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার ও উপদেষ্টা হাজী এস এম হারুন-অর রশিদের যৌথ সভাপতিত্বে এবং এম. নজরুল ইসলাম খান ও সাজ্জাদুল করিম খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মুহাম্মদ দিদারুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন বিকেএ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আব্দুল অদুদ। সংবর্ধিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, শিক্ষা গবেষক অধ্যাপক ড. শামসুদ্দীন শিশির ও অধ্যাপক ড. মনিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর বাবু পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর শাহিন আক্তার রোজী, বিশিষ্ট সমাজ সেবক ফজলে আজীজ বাবুল, পিটিআই’র সাবেক সুপারিনটেনডেন্ট কামরুন নাহার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাবু সুনীল কুমার বিশ্বাস, হাজী আব্দুল জব্বার, প্রিন্সিপাল মো. ছৈয়দুল আজাদ, মো. রফিকুল ইসলাম মল্লিক, নূর মোহাম্মদ বাবলু, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, মোহাম্মদ আনোয়ার হোসেন, নুরুল আফছার, এড. হিমাদ্রি শেখর, শামীম শিকদার, যুবরাজ মল্লিক, জিমি পালিক, চুমকি বড়ুয়া, রিক্তা বড়ুয়া, শামসুদ্দিন সবুজ, মো. হানিফ প্রমুখ।
দুই পর্বে বিভক্ত দিনব্যাপী আয়োজনে শিশুশিল্পীদের নাচ, গান মাতিয়ে তুলে পুরো অনুষ্ঠান। নতুন ক্যারিকুলামে পাঠদান বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও বৃত্তির টাকা প্রদান করেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/বাজিত