চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোণার মদন থানার বাসিন্দা হৃদয় মিয়া (২০), বরিশালের বাবুগঞ্জের বাসিন্দা হৃদয় ফকির (২০) ও কুমিল্লার চান্দিনার বাসিন্দা রুবেল হোসাইন (৩৪)।
বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, শনিবার রাতে বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি সল্টগোলা ক্রসিং থেকে গোসাইলডাঙ্গা যাওয়ার সময় টোল রোডের মুখে ছিনতাইয়ের শিকার হন। এ সময় তিনি চিৎকার করলে টহল পুলিশ হৃদয় মিয়াকে গ্রেফতার করে। পরে তার তথ্যের ভিত্তিতে বন্দর থানার কাস্টম মোড় থেকে বাকী দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছোরা, ছিনতাই করা টাকাও উদ্ধার করা হয়। তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম