চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার একটি হোটেলের সামনে থেকে ২০১৭ সালে ইয়াবা উদ্ধারের ঘটনায় লুৎফর রহমান (১৯) ও জয়নাল (২০) নামের দুইজন ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার মহানগর দায়রা জজ শরীফুল ভুইয়ার আদালত এ রায় দেন।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নোমান চৌধুরী বলেন, ইয়াবা উদ্ধারের মামলায় তাদের সম্পৃক্ততার প্রমাণ থাকায় দুই আসামিকে আদালত ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামিরা পলাতক আছে, তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হবে।
বিডি প্রতিদিন/এএম