চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নিয়ে সেগুলোর বিরুদ্ধে চেক দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে ইয়াসমিনা হক নামে ওই নারীকে গ্রেফতার করা হয়। তিনি বায়েজিদ লিংক রোড এলাকার জান্নাতুল হকের কন্যা।
বায়েজিদ থানার ওসি ফেরদৌস জাহান বলেন, বিভিন্ন লোকজনের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নেয় ইয়াসসিন। পরবর্তী টাকা না দিয়ে আত্মগোপনে চলে যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীরা মামলা করে। মোট নয়টি মামলা পলাতক ইয়াসমিন হককে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম