ভুয়া ফেসবুক আইডি খুলে এক নারী ও তার পরিবারের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেফতারকৃত ওই যুবকের নাম তানভীরুল ইসলাম তামিন। গত শনিবার রাতে নগরীর বায়েজিদ থানাধীন আমিন জুট মিল এলাকা থেকে তামিনকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে দুটি মোবাইল সেট জব্দ করা হয়।
কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত-উপ কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে ভুক্তভোগী এক নারী ও তার মেয়ের নামে কুরুচিপূর্ণ এবং অশালীন ভাসায় পোস্ট করে অভিযুক্ত তামিন। অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তামিনকে চিহ্নিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এএম