চট্টগ্রামে অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ (আইস)সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- আইয়ুব খান ভুইয়া এবং বদিউল আলম। রবিবার রাতে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হলেও মঙ্গলবার দুপুরে তা গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, সলিমপুর এলাকায় একটি যাত্রীবাহি বাসে তল্লাশী করে ৩৭৩ গ্রাম আইসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান- তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে আইস সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত। আগে তারা বেশ কিছু চালান দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেছে।
বিডি প্রতিদিন/এএম