চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো- আবদুর রহিম, মো. রিদওয়ান এবং জাহাঙ্গীর আলম।
বুধবার রাতে কোতোয়ালী থানাধীন সন্দ্বীপঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, কক্সবাজারের কুতুবদিয়া থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সন্দ্বীপঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তিন মাদক ব্যবসায়ী। তাদের ধাওয়া করে আটক করে ব্যাগে তল্লাশি করা হয়। এতে ১৯ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল