চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচ তলায় চালু থাকা কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধ করা হয়নি। বুধবার রাতে সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা.) লিমিটেড এ ঘোষণা দেয়। এর আগে গত মঙ্গলবার কাঁচামাল সংকট ও বকেয়া টাকা না পাওয়ায় কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, গত বুধবার রাত ৯টায় স্যান্ডর কর্তৃপক্ষ ডায়ালাইসিস সেবা স্থাগিত সংক্রান্ত নোটিশ বাতিল করেছেন। তাই বৃহস্পতিবার থেকে পূর্বের ডায়ালাইসিস সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। ডায়ালাইসিস সেবা নিয়ে আর কোনো সমস্যা থাকল না।
বিডি প্রতিদিন/এএম