চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ডেঙ্গু ও চিকগুনিয়া নিয়ন্ত্রণে ১০০ দিনের ‘মশক নিধন ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে। বুধবার সকালে চট্টগ্রাম নার্সিং কলেজের সামনে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী এ কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর নূর মোস্তফা টিনু ও সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেনগুপ্ত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবুল হাশেম।
চসিক মেয়র বলেন, আজ থেকে ১০০ দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু হল। আমাদের পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে। আগের ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছিল। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ সাজেশন অনুযায়ী বাংলাদেশ বিমানবাহিনী থেকে মশার ওষুধ কিনেছি। আমাদের কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে যাবে। সবাই সহযোগিতা করবেন। তিনি বলেন, এখন ডেঙ্গু আবার চোখ রাঙাচ্ছে। এক কাপ পরিস্কার পানিতেও এডিস মশা ডিম পাড়তে পারে। তাই টনে টনে ওষুধ ছিটালেও হবে না। দরকার গণসচেতনতা।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, এ বছর ডেঙ্গুতে যে কজন রোগী মারা গেছেন, তারা সবাই হাসপাতালে একদম শেষ পর্যায়ে ভর্তি হয়েছিলেন। অথচ অসুস্থতার প্রাথমিক পর্যায়ে হাসপাতালে ভর্তি আসলে হয়তো তাদের বাঁচানো যেত। এ কারণে জনগণের প্রতি আহবান, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলেই সরকারি হাসপাতালে ভর্তি হোন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন।
বিডি প্রতিদিন/এএম