চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা এবং ১ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেছে পুলিশ। অভিযানে মাদক পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো শাহীন, রনজিত তালুকদার, শিবলু দাশ এবং সজল কর্মকার। অভিযানে মাদক পরিবহণের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার জব্দ করা হয়। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন আলমাস সিনেমা হল এলাকায় অভিযান চালানো হয়।
সিএমপি’র কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, শুক্রবার রাতে একটি প্রাইভেটকারে তল্লাশী করে ২০ কেজি গাঁজা এবং ১ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম