চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় তেলবাহী ট্রেন (ওয়াগন) ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তার পরিচয় জানতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। মালিকপক্ষের সাথে কথা বলে চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে তেলের ডিপো থেকে তেল আনতে যাচ্ছিল ট্রেনের একটি ইঞ্জিন। এসময় দ্রুতগামী একটি ট্রাক এসে ইঞ্জিনটিকে ধাক্কা দিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এর আগে গত ৮ জুন বন্দর এলাকায় তেলবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন লাভলু নামে এক পাঠাও চালকের মৃত্যু হয়। গত ৬ এপ্রিল তেলবাহী ওয়াগনের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এএম