স্ত্রীকে মারধর ও যৌতুকের দাবিতে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে আন্দোলন করে আলোচনায় আসা সৈয়দ মোহাম্মদ মুনতাকিম প্রকাশ মোস্তাকিম।
বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালত এ আদেশ দেন।
গত ৩ জুন একই আদালত মোস্তাকিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মোস্তাকিম ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার সৈয়দ মৌলনা মোহাম্মদ খালেদ আজমের ছেলে। তিনি হাটহাজারী থানার ফতেয়াবাদ লালিয়ারহাট তৈয়বিয়া পাড়ায় বসবাস করেন।
আদালতে মোস্তাকিমের পক্ষে শুনানি করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আরিফুর রহমান চৌধুরী বাপ্পি ও অ্যাডভোকেট আব্দুস সালাম। স্ত্রী হাবীবা আকতার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম জাফর আলম ও অ্যাডভোকেট নাহিদা খাতুন।
উল্লেখ্য, মোস্তাকিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে আন্দোলন করেন। আন্দোলন থেকে গ্রেফতার করে থানা হাজতে নির্যাতনের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি নগরের পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার ও এসআই আবদুল আজিজের বিরুদ্ধে মামলা করে সারাদেশে আলোচনায় এসেছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত