চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে নুর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। রবিবার (৯ জুলাই) দুপুর সাড়ে বারটার দিকে রয়েল টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওই প্রতিষ্ঠানের কর্মচারি মোহাম্মদ মোরশেদ (২২) ও ত্রিদীপ বড়ুয়া (২৫) আহত হয়েছেন।
নূর এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী নূর মোহাম্মদ ইয়াছিন জানান, তিনি বেশ কয়েকটি মোবাইল ফোন কোম্পানির ডিলার। রবিবার দুপুরে ব্যবসায়িক কাজে দুই কর্মচারী ৯ লাখ ৮০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে রয়েল টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হয়। এ সময় ছিনতাইকারীদের সাথে দুই কর্মচারির ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাদেরকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়। দুই কর্মচারিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
বিডি প্রতিদিন/হিমেল