চট্টগ্রামের বাঁশখালী থেকে রাশেদা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়ন থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত রাশেদা বেগম ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
বাঁশখালী থানার এসআই রাজিব চন্দ্র পোদ্দার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার রাতে কোন এক সময় তাকে হত্যা করা হয়। প্রতিবেশীদের বাড়ি দূরে হওয়ায় পুরো দিন খুন হওয়ার বিষয়টি কেউ খেয়াল করেনি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি বলেন, রাশেদার দুই মেয়ে রয়েছেন। তারা বিবাহিত শ্বশুরবাড়িতে থাকেন। স্বামী শহরে নিরাপত্তা প্রহরীর কাজ করেন। তাই একাই তিনি বাড়িতে বসবাস করতেন। শনিবার রাত ৯টার দিকে আত্মীয়ের সাথে তার সর্বশেষ ফোনে কথা হয়।
বিডি প্রতিদিন/এএম