ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাডমিশন ফেয়ার ফল-২০২৩। আগামীকাল মঙ্গলবার নগরীর খুলশীর মোজাফফর নগরে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এই ফেয়ারের আয়োজন করা হয়েছে। সকাল দশটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অ্যাডমিশন ফেয়ার চলবে।
মেলায় আগতদের সুবিধার্থে, ইডিইউ’র প্রতিটি উদ্যোগ এবং কার্যক্রম নিয়ে আলাদা স্টল থাকবে মেলায়। যাতে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করতে পারেন।
বিবিএ, এমবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইকোনমিক্স, বিএ ইন ইংলিশ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এমএ ইন ইংলিশ, এমএসসি ইন ডেটা এনালিটিক্স অ্যান্ড ডিজাইনথিংকিং ফর বিজনেস এবং মাস্টার অফ পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ-প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবে অ্যাডমিশন ফেয়ারে উপস্থিত হয়ে।
বিডি প্রতিদিন/এমআই