চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার এ কে খান মোড় থেকে মো. সোহেল (২৪) এবং পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে মো. আকতার হোসেন (৩৯) নামে অপর মাদক কারবারিকে গ্রেফতারের কথা জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।
সোহেলকে এক হাজার ১০ পিস ইয়াবাসহ এবং আকতার হোসেনকে সোমবার সন্ধ্যায় এক হাজার ২৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক।
তিনি বলেন, নগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের একটি টিম পাহাড়তলী এলাকা থেকে সোহেল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। অন্যদিকে, নগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের আরেকটি টিম শুলকবহর এলাকা থেকে আকতার হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ