চট্টগ্রাম নগরীর ১৫ নম্বর ঘাট এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭। তারা হলেন, আনোয়ারার দক্ষিণ পরুয়া পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে শিহাবুল ইসলাম (১৯) ও নবী হোসেনের ছেলে মো. জায়েদ (১৯)।
বুধবার রাতে র্যাব তাদের গ্রেফতার করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, ১৫ নম্বর ঘাট এলাকায় অস্ত্রধারী মাদক কারবারিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় শিহাবের কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল