চট্টগ্রামের মীরসরাই উপজেলা মিঠাছড়া বাজারের বস্তি এলকায় বাসের ধাক্কায় চাঁন মিয়া (২১) নামের এক গাড়ি চালকের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আরশি নগর পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান মিয়া মিঠাছড়া বাজারের বস্তি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জোরারগঞ্জ-চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, বাসটি আটকের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম