চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসের ধাক্কায় মোহাম্মদ সাহাব উদ্দিন (৩৫) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই দীপক কুমার সিংহ জানিয়েছেন, শনিবার সকালে পেট্রোল পাম্প থেকে গ্যাস নিয়ে সড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী বাস সাহাব উদ্দিনের অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় চালক সাহাব উদ্দিনকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। সাহাব উদ্দিনের রিকশাটি দুমড়ে মুছড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে বাসটি আটক করা যায়নি।
বিডি প্রতিদিন/এএম