লক্ষ্মীপুর জেলার আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি রেশমা আক্তারকে (২২) চট্টগ্রাম নগর থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। রেশমা লক্ষ্মীপুর সদর থানার বাসিন্দার।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, লক্ষ্মীপুরের সদর থানার কুতুবপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের সাথে পারিবারিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাইদের সাথে বিরোধ ছিল। এসব নিয়ে ভাইদের মধ্যে সালিশি বৈঠকও হয়। কিন্তু তার ভাইদের পরিবার বৈঠক না মেনে তাদের হত্যার হুমকি দিয়ে আসছিল। গত ২৩ জুলাই বিবাদী পক্ষের পরিবারের সদস্য মাহমুদ রোমান বাড়ি আসার সময় আনোয়ারের ছেলে বেল্লাল হোসেনকে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে। একপর্যায়ে রোমানের পরিবারের সদস্যরা বেল্লালের ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে আনোয়ার দৌড়ে আসলে রেশমা ইট দিয়ে তার বুকের ওপর আঘাত করতে থাকে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে শুক্রবার বায়েজিদ বোস্তামি এলাকা থেকে রেশমকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম