চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের প্রবাসী মোহাম্মদ ইউসুফ আলী (৪৫) হত্যা মামলার দুই আসামি আলী আকবর (৪৩) ও তৈয়বুর রহমান টিপুকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে টিপু ও সন্ধ্যায় চান্দগাঁও থেকে আকবরকে গ্রেফতার করা হয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃতরা ইউসুফ হত্যায় সরাসরি সম্পৃক্ত ছিল বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের বিজ্ঞপ্তি ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালে নভেম্বরে রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান মেম্বার তৈয়ব ও আজগর আলী। নির্বাচনে পরাজিত হয়ে আজগরের মনে ক্ষোভ সৃষ্টি হলে তৈয়ব মেম্বারের সাথে তার শত্রুতা বাড়তে থাকে। এই ক্ষোভ থেকে আজগর ও তার সমর্থকরা তৈয়বের উপর কয়েকবার হামলা করেন। সর্বশেষ ২০২২ সালের ২ ফেব্রুয়ারি তৈয়বের ভাই প্রবাসী ইউসুফ আলীর ওপর আজগরের সমর্থকরা নৃশংস হামলা চালায়। পরবর্তীতে চট্টগ্রামের কয়েকটি বেসরকারি হাসপাতালের ইউসুফের চিকিৎসা চলার এক পর্যায়ে ১২ ফেব্রুয়ারি তিনি মারা যান। হামলার ঘটনার পর ৬ ফেব্রুয়ারি ইউসুফের স্ত্রী বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মারধর ও নির্যাতনের মামলা দায়ের করলেও ইউসুফের মৃত্যুর পর এটা হত্যা মামলায় রূপান্তরিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত