চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজের সঙ্গে আটকে থাকা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে নদীর সদরঘাট লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানিয়েছেন, যুবকের আনুমানিক বয়স ৩০ এর মতো হবে। তার পরনে কালো টি শার্ট ও জিন্স প্যান্ট ছিলো। লাশটি নদীতে নোঙ্গর করে রাখা একটি লাইটারেজ জাহাজের সঙ্গে আটকে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হস্তান্তর করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন