রবিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে রিমঝিম দাশগুপ্ত (২০) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে স্থানীয় পোস্ট অফিস গলি এলাকায় এই ঘটনা ঘটে। রিমঝিম ওই এলাকার বাসিন্দা রাজীব দাশগুপ্তের মেয়ে।
সদরঘাট থানার এসআই আখতার হোসেন জানান, গত বৃহস্পতিবার কলেজ থেকে আসার সময় এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে ফেলে ওই শিক্ষার্থী। রবিবার থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ভেবে সে বিষন্ন ছিল। এ কারণে আত্মহত্যা করতে পারে বলে তার পরিবার ধারণা করছে। তার বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মররেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম