চট্টগ্রাম নগরীর হালিশহর থানার রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের শিশু নিখোঁজ হয়েছে। রবিবার বিকেলের দিকে শিশুটি নালায় তলিয়ে যায় বলে জানিয়েছে শিশুটির পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে পাঁচটা থেকে শিশুটিকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। ইয়াছিন ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানিয়েছেন, রবিবার বিকেলে ওই শিশু রঙ্গীপাড়ার টাওয়ার এলাকায় নালার ভেতর তলিয়ে যায়। খবর পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এখন পর্যন্ত ওই শিশুর সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নর্দমার আবর্জনার ভেতরে তল্লাশি অব্যাহত রেখেছে।
বিডি প্রতিদিন/এএম