৩৯ মামলার পলাতক আসামি চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরীর পাঁচলাইশ থানাধীন বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হেলালী চসিকের সাবেক কাউন্সিলর ছিলেন।
সিএমপি গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হেলালীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, নাশকতার ৩৯টি মামলা রয়েছে। তার নেতৃত্বেই মহানগর এলাকায় জামায়াতের সব মিছিল মিটিং পরিচালিত হয়ে আসছিল। তিনি দীর্ঘদিন মহানগর ডিবি-বন্দর ও পশ্চিমের নজরদারিতে ছিলেন।
বিডি প্রতিদিন/এএম