চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত মায়ের নাম শাহানাজ আক্তার (২৩) ও মেয়ের নাম সাবেকুন নাহার ইভা (৪)। নিহত শাহনাজ মো. শাহজাহানের স্ত্রী।
ইপিজেড থানার ওসি (তদন্ত) নুরুজ্জামান বলেন, শাহনাজ বেগম ও তার স্বামী পোশাক কারখানায় চাকরি করতো। দু’জনের মধ্যে আগে থেকে পারিবারিক কলহ লেগে ছিল। সকালে স্বামী শাহজাহান কারখানায় চলে গেলে ফ্যানের সঙ্গে প্রথমে মেয়কে ঝুলিয়ে পরে একই দড়িতে নিজেও ঝুলে পড়েন শাহনাজ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম