চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার কক্সবাজার মহাসড়ক থেকে ৭০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে চুনতি ইউপির চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টিটু মিয়া (৪১), পিতা- আ. রাজ্জাক এবং আরজু খান (৩৫), পিতা- মৃত- মোশারফ খান। এ ঘটনায় লোহাগাড়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। তাছাড়া মামলা দায়েরপূর্বক আসামিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো ছিল মাইক্রোবাসের সিলিন্ডারের ভেতর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, পুলিশ সব সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে। তাই চট্টগ্রাম জেলা পুলিশ অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল