চট্টগ্রামে অভিযানে চালিয়ে ১ কেজি ৮০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। মাদক পাচারের জড়িত থাকার সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ভাটিয়ারী মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি-৮, পুলিশ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
বিজিবি-৮ অধিনায়ক কর্ণেল শাহেদ মিনজাহ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশী চালানো হয়। এ সময় একটি হাত ব্যাগের ভেরতে সাদা পলিথিনে মোড়া ১ কেজি ৮০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের ৫ পাঁচ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ‘জব্দ করা ক্রিস্টাল মেথ পরীক্ষার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাবে পাঠানো হয়েছে। রবিবার এ নিয়ে প্রতিবেদন পাওয়া যাবে। মাদক উদ্ধারের ঘটনায় একটি জিডি করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম