চট্টগ্রামে 'টোটাল ফিটনেস থ্রুু ইয়োগা অ্যান্ড মেডিটেশন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর কোয়ান্টাম ফাউন্ডেশন কাজী দেউরি শাখার উদ্যোগে শাখার মেডিটেশন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারি হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারী উদোত ঝা। এছাড়া চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, বিএসআরএম’র সিনিয়র ম্যানেজার- এইচ.আর এবং এডমিন মোদাচ্ছের আহমেদসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম কেন্দ্রের কোঅর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন। এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের স্ট্রেস ম্যানেজমেন্ট এবং সম্পূর্ণ ফিটনেস অর্জনের জন্য ধ্যান এবং যোগব্যায়ামের বিভিন্ন কৌশল অবহিত করা হয় এবং অনুশীলন করা হয়। কেন্দ্রীয় প্রধান যোগ প্রশিক্ষক আহমেদ শরীফ যোগ কর্মশালা পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল