চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাট এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটিয়ার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার মৃত আহমদুর রহমানের ছেলে এস এম আজিজুর রহমান খোকন ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মৃত সৈয়দ মুরাদের ছেলে সৈয়দ আলম (৩৩)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস কমল মুন্সির হাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ঘাতক বাসটি পটিয়া হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল