ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাব কাটিয়ে আবারো স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। ইতিমধ্যে আবহওয়া অধিদফতরের জারি করা সতর্কতা সংকেট উঠিয়ে নেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষের জারি করা অ্যালার্ট-৩ প্রত্যাহার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, হামুনের ক্ষতি কমাতে গত মঙ্গলবার অ্যালার্ট-৩ জারি করে বন্দর। কিন্তু মঙ্গলবার হামুন চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করার পর স্থল এলাকার গভীর নিম্নচাপে পরিণত হয়ে মিয়ানমারের দিকে চলে গেলে অ্যালার্ট নামিয়ে ফেলা হয়। বুধবার সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথে বন্দর জেটিতে জাহাজ আসতে শুরু করে। সকাল থেকে দুপুর হওয়ার সাথে সাথে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং এবং ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানিয়েছেন, বুধবার সকাল ১০টার পর থেকে আর বৃষ্টি হয়নি। আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে। এর আগের ২৪ ঘন্টায় ৫৮.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
বিডি প্রতিদিন/এএ