চট্টগ্রামে এবার প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তৃতীয় লিঙ্গের ৫৬ জন। রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। এ নিয়ে তাদের মধ্যে উৎসাহ, উদ্দীপনার শেষ নেই।
জানা যায়, চট্টগ্রামে ১৬টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের দ্বাদশ নির্বাচনে ১৬টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে ১২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামে এবার মোট ভোটার ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ৫৬ জন।
আশা নামের এক হিজড়া বলেন, সরকার আমাদের ভোটাধিকার দিয়েছে। তাতে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এর জন্য আমাদের বন্ধু সংগঠনের মাধ্যমে নানাভাবে তৎপরতা চালিয়েছি। ভোট দিতে পারার খুশিটা আমাদের জন্য ঈদের মতোই।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে মোট হিজড়া ভোটার ৫৬ জন। এর মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ২ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৩ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) ২ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৮ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১ জন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী) আসনে ১ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ৮ জন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী-পাহাড়তলী-হালিশহর) আসনে ২৬ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ২ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ১ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। তবে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসন, চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই।
বিডি প্রতিদিন/এএম