১৭ মার্চ, ২০২৪ ১০:১২

চাঁদা না পেয়ে টেম্পুচালককে মারধর, যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

চাঁদা না পেয়ে টেম্পুচালককে মারধর, যুবক গ্রেফতার

গ্রেফতার যুবক

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে মো. আলমগীর ওরফে লেদু (৩০) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর ওরফে লেদু বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহীদনগর বজর আহম্মদ সওদাগর বাড়ির মৃত সালাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, মাদক ও ছিনতাইয়ের অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, গত বুধবার বিকালে আবদুর রহমান নামের এক টেম্পু চালকের কাছ থেকে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন লেদুসহ আরও দুইজন। কিন্তু টেম্পুচালক আবদুল রহমান চাঁদার টাকা দিতে না চাইলে তাকে মারধর করেন তারা।

ওসি জানান, এ ঘটনায় থানায় হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত আরও দুই চাঁদাবাজকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর