১৯ এপ্রিল, ২০২৪ ২০:০৫

রোগীদের জন্য হাসপাতালে জেনারেটর দেওয়ার ঘোষণা দিলেন সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রোগীদের জন্য হাসপাতালে জেনারেটর দেওয়ার ঘোষণা দিলেন সংসদ সদস্য

চট্টগ্রামে দাপদাহে অতিষ্ট জনজীবন। বিশেষ করে হাসপাতালের বেডে থাকা নানা রোগে আক্রান্ত রোগীদের দুর্ভোগ চরমে। এমন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ কেবি জেনারেটর দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

 শুক্রবার হাসপাতাল পরিদর্শন শেষে সংসদ সদস্যের একান্ত সহকারী রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম এ ঘোষণা দেন। এছাড়াও ৫০ শয্যা থেকে হাসপাতাল ২০২৫-২৬ অর্থ বছরে ১০০ শয্যায় উন্নতি, পাবলিক টয়লেট, সুপেয় পানির জন্য ওয়াটার ট্রিটম্যান্ট প্লান্টা স্থাপনের প্রতিশ্রুতি দেন।

এ সময় হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ছৈয়দ রিদুয়ানুল হক আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, চেয়ারম্যান নোয়াব আলী, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, ছগীর আজাদ, চেয়ারম্যান কলিম উদ্দিন, চেয়ারম্যান অসীম কুমার দেব, চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, নুরুল আবছার তালুকদার উপস্থিত ছিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর