চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় পাহাড় কেটে ইট তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত একই সঙ্গে মজনু খন্দকার ও তাজুল ইসলাম নামের দুইজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (০৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এছাড়া লতিফপুরের মিরপুর আবাসিক এলাকায় আরও একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ও জঙ্গল লতিফপুর মিরপুর আবাসিক এলাকায় অভিযানে পাহাড় কেটে ইট বানানোর অপরাধে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা এবং দুইজনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।তিনি আরও জানান, এছাড়া জঙ্গল লতিফপুর মিরপুর আবাসিক এলাকায় পাহাড় কাটা অবস্থায় সালমা খানম (৪০) ণামে এক নারীকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে দুইটি জায়গা থেকে চারটি কোদাল, দুইটি বেলচা, দুইটি কন্তা জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ