অবশেষে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বন্ধ হয়েছে বিজয় মেলা আয়োজন। নগরবাসী, খেলোয়াড়, ক্রীড়ামোদিদের তোপের মুখে আউটার স্টেডিয়ামে নয়, নগরীর সিআরবি মাঠে মেলার আয়োজন করা হবে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, ‘আউটার স্টেডিয়ামে মেলার আয়োজন স্থগিত করা হয়েছে। মেলার ভেন্যু পরিবর্তন করে সিআরবিতে করা হবে। তবে আগামী ১০ ডিসেম্বর থেকেই বিজয় মেলা বসবে।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী মেলা করার সিদ্ধান্ত নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামেও বিজয় মেলার আয়োজন করা হয়। তবে দেশব্যাপী একদিনের মেলা হলেও চট্টগ্রামে ১০ ডিসেম্বর থেকে সাতদিনব্যাপী বিজয় মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
সে অনুযায়ী মেলার স্টলগুলো সাজাতে নগরের আউটার স্টেডিয়াম মাঠে লাগানো হচ্ছিল বাঁশের খুঁটি। খুঁটি লাগার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পাশাপাশি সিজেকেএসের সংস্কার করা মাঠটি নষ্ট না করারও দাবি তোলা হয়। পরবর্তী দাবির প্রেক্ষিতে আউটার স্টেডিয়াম মাঠ থেকে সরিয়ে বিজয় মেলার আয়োজন সিআরবিতে করার ঘোষণা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল