চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় নাসিমা আক্তার নামের এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ওই এলাকার কবিরের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাসিমা স্থানীয় মৃত মো. শরীফের মেয়ে। তিনি পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় ফেরী করে পান সিগারেটসহ অন্যান্য মালামাল বিক্রি করতেন।
পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান জানান, যে ভাড়া বাসায় নাসিমা থাকতেন ওই বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লাশটি অনেকদিন আগের হওয়ায় মৃত্যুর কারণ বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের পর বিস্তারিত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ঘটনাটি খুনের বলে মনেই হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম