অন্তর্বর্তীকালীন সরকার শতাধিক পণ্যের উপর শুল্ক-কর বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এমনিতেই উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে ওষ্ঠাগত মানুষের দৈনন্দিন জীবন। ঠিক তেমনি এক কঠিন পরিস্থিতিতে সরকারের এরূপ সিদ্ধান্তকে কোনভাবেই জনবান্ধব বলা যায় না। সরকারের এ সিদ্ধান্ত রাজস্ব ঘাটতি মেটানোর কৌশল হলেও এ মুহূর্তে তা আত্মঘাতী বলে আমরা মনে করি। তাই এ সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য সরকারের আশু দৃষ্টি কামনা করছি।
বিডি-প্রতিদিন/শআ