কমিউনিস্ট পার্টি অব চায়নার আমন্ত্রণে ‘সিপিসি ইন ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিস ফ্রম নেইবারিং কান্ট্রিস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে চীন যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।
শনিবার রাতে তাদের চীনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। তিনি ছাড়াও এ প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিচালক (প্রোগ্রাম) ড শাহ মোহাম্মদ আমান উল্লাহ।
প্রতিনিধি দলের নেতা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সম্মেলনে অংশগ্রহণ করছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। এ সফরে চীন ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক, সাংস্কৃতিক ও কুটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে ভূমিকা রাখবে।
জানা যায়, আগামীকাল রবিবার ও পরশু সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ‘সিপিসি ইন ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিস ফ্রম নেইবারিং কান্ট্রিস’ শীর্ষক সম্মেলন। এতে চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। সম্মেলন শেষে প্রতিনিধি দল বেইজিং এবং ইউনান প্রদেশে চীনা আধুনিকায়নের বিভিন্ন দিক সরেজমিনে দেখার সুযোগ পাবেন।
বিডি প্রতিদিন/কেএ