চট্টগ্রামের ফৌজদারহাটের ফকিরহাট এলাকার বেঙ্গল ব্রিজ লেভেল ক্রসিংয় পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় কার চালক মো. আনোয়ার হোসেন (৪০) নিহত ও কারে থাকা দুইজন আহত হন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত
নিহত আনোয়ার হোসেনের বাড়ি কুমিল্লার চান্দিনা থানা বোয়ালিয়া পাড়ায়।
রেলওয়ে থানার ওসি হিমাংশু দাশ বলেন, ঢাকামুখী সুবর্ণ রেলক্রসিং অতিক্রমের সময় প্রাইভেটকারটির রেললাইন পার হওয়ার চেষ্টার সময় ট্রেনের ধাক্কায় কারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা তিনজনই আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ওই রেলক্রসিংয়ে একজন গেইটম্যান সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটিতে থাকে। দুর্ঘটনার সময় সেখানে হয়তো কোন গেইটম্যান ছিল না। থাকলে হয়তো দুর্ঘটনাটি এড়ানো যেত।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা