হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমান থেকে ২৩ কেজি এবং রিজেন্ট এয়ারের একটি বিমান থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছেন গোয়েন্দারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জব্দ করা সোনার দাম প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব