সর্বাধুনিক প্রযুক্তির জাপানি রিকন্ডিশন গাড়ি সম্পর্কে জানাতে ও সুলভ মূল্যে ক্রেতার হাতে পৌঁছে দিতে শুক্রবার রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘বারভিডা কার এক্সপো-২০১৬’।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টারস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) উদ্যোগে তৃতীয়বারের মতো ৩ দিনব্যাপী অয়োজিত এ এক্সপো‘র উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। পরে তিনি এক্সপোতে অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
গাড়ির সর্ববৃহৎ এ এক্সপোতে আইসিসিবি’র ৬০ হাজার বর্গফুট আয়তনের দু’টি মিলনায়তনে ৪০টি স্টল অংশ নিয়েছে।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
প্রদর্শনীতে বিভিন্ন গাড়ি বিক্রয় কোম্পানি, ব্যাংক, লিজিং ও আর্থিক প্রতিষ্ঠান, সিএনজি কনভারশন সেন্টার, তেল, টায়ার কোম্পানি ও ব্যাটারি প্রতিষ্ঠানের স্টল রয়েছে।
প্রদর্শনী থেকে গাড়ি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ সম্পর্কেও জানতে পারবেন দর্শনার্থীরা। এছাড়া মূল্য ছাড়ে গাড়ি কেনা ও বুকিং দেওয়ারও সুযোগও রয়েছে।
সংশ্লিষ্টরা বলেন, মেলায় সুলভ মূল্যে গাড়ি কেনা থেকে শুরু করে ব্যাংক ঋণ, ইন্স্যুরেন্স, সার্ভিসিংসহ ওয়ান স্টপ সুবিধা পাওয়া যাবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ টাকা ফি দিয়ে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন ক্রেতা-দর্শনার্থীরা।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব