জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দর্শনার্থী শিক্ষার্থীকে লাঞ্ছিত করার সময় বাধা দেওয়ায় এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গীর মোড়ে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার অধ্যাপক মোজাহিদুল ইসলাম বিশ্ববিদ্যলয়ের ইতিহাস বিভাগের শিক্ষক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড়ে বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘুরতে আসা দুই শিক্ষার্থী রিকশায় করে যাচ্ছিলেন। এসময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী আল বেরুনী হলের আবাসকি ছাত্র মো. আবু সাদাত সায়েম (৪০ তম ব্যাচ, সরকার ও রাজনীতি বিভাগ), জামশেদ আলম (৪৩ তম ব্যাচ, আন্তজার্তিক সম্পর্ক বিভাগ) ও জাহিদ হাসান (বাংলা বিভাগ, ৪৩ তম ব্যাচ)। এ সময় রিকশায় থাকা এক মেয়ে সায়েমের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ এনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একই সময় মেয়েটির সাথে আসা ছেলেটির পরিচয় জানতে চায় তারা। এ নিয়ে ছেলেটির সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে জামশেদ ও জাহিদ ওই ছেলেকে মারধর শুরু করে।
এসময় পাশ দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন অধ্যাপক মোজাহিদুল ইসলাম। তিনি ঘটনাটি দেখে ওই তিন ছাত্রলীগ কর্মীকে ধমক দিয়ে থামতে বলে। কিন্তু উল্টো তারা শিক্ষকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে অধ্যাপক মোজাহিদুল ইসলাম নিজেকে শিক্ষক পরিচয় দিয়েও রক্ষা পাননি বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেন, আমি সায়েমকে ওই মেয়েটির ওড়না ধরে টানাটানি করতে দেখি। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছেলেটিকে মারতে দেখে আমি ওই তিন ছাত্রকে ধমক দিয়ে থামতে বলি। এ কারণে ওই তিন ছাত্র আমাকে এসে ঘিরে ধরে অশোভন আচরণ করে। এমনকি আমাকে মারতে উদ্ধত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান এসে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, অন্তত একজন শিক্ষক হিসেবে হলেও একজন ছাত্রীকে লাঞ্ছনার হাত থেকে বাঁচাতে পেরেছি এটাই বড়। তবে আশা করছি বিশ্ববিদ্যালয় এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
অভিযুক্ত আবু সাদাত সায়েম, জামশেদ ও জাহিদ হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগরে চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নিব।
উল্লেখ্য, এর আগে গত বছরের এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা আব্দুর রাজ্জাক নামে এক ব্যাক্তি ও তার স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে আবু সাদাত সায়েমের বিরুদ্ধে। এছাড়া জামশেদ ও জাহিদ হাসানের বিরুদ্ধে এক শিক্ষার্থী ছাত্রলীগ না করায় তাকে চুরির অপবাদ দিয়ে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব