বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, কাউন্সিলে বিএনপি'র নেতৃত্বের কোন পরিবর্তন ঘটেনি। তাই দলটির গুনগত কোন পরিবর্তণও ঘটবে না এবং বিএনপিও ঘুরে দাড়াতে পারবে না।
শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে সড়ক সংস্কার কাজের পরিদর্শন করতে গিয়ে তিনি সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি গনতন্ত্র বাচাঁনোর কথা বলে পেট্রল বোমা ও আগুন নিয়ে মাঠে নেমেছিল। এবারও কি তারা পেট্রল বোমা, ককটেল কিংবা আগুন নিয়ে ঘুরে দাড়াতে যাচ্ছে কিনা সেটি এখন দেখার বিষয়।
সুতরাং, ঘুরে দাড়ানোর ডাক দিয়ে বিএনপি যে কাউন্সিল আহবান করেছে সেখানে নেতৃত্বে কোন পরিবর্তন না থাকায় ঘুরে দাড়ানোর কোন সম্ভবনা নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
কাউন্সিলে বাধার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের কাউন্সিলে কোন বাধা দেয়া হয়নি। বাধা দিলে এত উৎসবমুখর পরিবেশে বিএনপি তাদের কাউন্সিল করতে পারতো না। শুধু ইঞ্জিনিয়ারর্স ইনষ্টিটিউট নয়, তাদের চাহিদা মত সোহরাওয়াদী উদ্যানও বরাদ্দ দেয়া হয়েছে। বিএনপি পেট্রলবোমা ও সন্ত্রাসের রাজনীতি করে বলেই দলের পক্ষ থেকে তাদের কাউন্সিলে এবার কোন প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/ এস আহমেদ