একা পেয়ে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের চেষ্টা চালালো সিএনজি অটোরিক্সার চালক। তরুণী চিকিৎসকের চিৎকারে ছুটে আসে সেখানে দায়িত্ব পালনরত এক নৈশ প্রহরী। রক্ষা পায় ওই তরুণী। ওই অটোচালককে আটক করে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর ফরেস্ট গেইট এলাকায়।
ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা। অন্যান্য দিনের মতোই কর্মস্থল থেকে বেরিয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন ২৬ বছরের ওই তরুণী চিকিৎসক। নগরীর ২ নম্বর গেইট থেকে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসায় যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশায় ওঠেন ওই তরুণী। কিন্তু ২ নম্বর গেইটের রাস্তায় অসহনীয় যানজট। তাই ঘুরতি পথে সিএনজি ঘোরায় চালক। নিয়ে আসে ফরেস্ট গেইট এলাকায়। সেখানে নির্জন পাহাড়ে সিএনজি থামিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় চালক।
সৌভাগ্যবশত তরুণীর চিৎকার শুনতে পায় ফরেস্ট গেইট এলাকায় দায়িত্বরত এক নৈশ প্রহরী। ছুটে এসে উদ্ধার করেন অসহায় তরুণীকে। ছাড়েননি সিএনজি অটোরিক্সা চালককেও। লোকজন জড়ো করে জামশেদ (৩৫) নামের ওই চালককে আটক করে নিয়ে যান থানায়।
পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান জানান, বেসরকারি হাসপাতালের ওই তরুণী চিকিৎসক রাতে বাসায় যাওয়ার জন্য সিএনজিতে ওঠেন। কিন্তু রাস্তায় অনেক যানজট থাকার কারণে চালক গাড়ি ঘুরিয়ে ফরেস্ট গেইটে নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালালে লোকজন দেখতে পেয়ে তাকে ধরে থানায় নিয়ে আসে। রাতে ওই চিকিৎসক বাদি হয়ে চালক জামশেদের নামে থানায় মামলা করেন।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/ এস আহমেদ